অশ্রুর জন্যে আবেদন

যখন আমি মরে যাবো
আমার প্রাণহীন দেহকে যখন
গ্রাস করবে ভৌত শক্তিরা
মাটি,আগুন আর হাওয়া
ধুলো হয়ে যখন আমি উড়ে যাবো
গোধূলীর আকাশে
তখন প্রিয়তমা,
আমার জন্য কেঁদো,আমার জন্যে কেঁদোনা

আমার হাসি,আমার ঠাট্টা-মশকরা
আমার প্রাণোচ্ছল গান,কবিতার লহরী
আমার ছন্দে গন্ধে তোমার জীবনে
আমার নদীর ঢেউয়ে ভাসা জলপদ্ম
তোমায় আর কখনো দেয়া হবেনা
আমার অভাবে তোমার জীবনে শূণ্যতা
ভেবে তোমার চোখ ফেটে যেই জল
গড়িয়ে পড়বে,সেই জল আমি চাইনা,
আমার জন্যে তুমি কাঁদবেনা প্রিয়তমা।

তুমি একটিবার আমার কথাটি ভেবো
তোমার জীবনে আমার অভাব নয় প্রিয়তমা,
আমার জীবনে আমার অভাবের কথা ভেবো।

আমার হাসি,ঠাট্টা-মশকরা আর করা হবেনা
প্রাণোচ্ছল গানে কবিতায়,আর হবেনা প্রাণ সঞ্চার
আমার ছন্দে গন্ধে তোমায় আর মাতাল করবোনা
আমার নদীর জলপদ্মেরা সব যাবে শুকিয়ে
তোমার হাতে পদ্ম রেখে কখনো আর,
তোমার ফুটন্ত গোলাপের মতন মুখটি দেখা হবেনা
আমার অভাবে আমার নিগাঢ় শূণ্যতা,
আমি আর নেই।

হয়তো আমার আর কষ্ট পাবার,
হয়তো কাঁদবারো আর কোন ক্ষমতা থাকবেনা
তখন,
আমার জন্য,বেশি নয়,দুফোঁটা অশ্রু
বিসর্জন দিও,প্রিয়তমা।

— অনুপম
সেপ্টেম্বর ২৮, ২০১৪

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.