আমাদের গড়া দেবতারাই আমাদের গড়া শয়তান: মুক্তিবাদের রাজনীতি
বিদ্যুৎ,ঘের আর ঘরের গল্প
আমি যখন আগেরবার বেড়াতে গিয়েছিলাম-তখনো আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনাই। এখানে ওখানে ইতিউতি সোলার প্যানেল বসেছে। দুই তিন বাড়ি পরে গিয়ে ব্যাটারিতে করে মোবাইল চার্জ দিতে হয়। আমরা গ্রামে গেলেই সবাই ব্যস্ত হয়ে পড়ে। কেউ তালপাতার পাখা দিয়ে বাতাস করে, কেউ টিউওবওয়েল থেকে নোনতা মিষ্টি স্বাদের ঠান্ডা পানি এনে দেয়। সমবয়েসী কাকুরা ফুসলিয়ে বিলে নিয়ে যেতে চায়। বিলের মাঝখান দিয়ে একটা খাল চলে গেছে। খানের দুইধার দিয়ে ধানের খেত। এই খেতের মাঝে অনেকগুলো তোমাগে-বুঝলে উফল, এইটা ওইটা-আর ওইযে খালের ওইপারে-ওইটা তোমাগে। আর এইটা আর তার পাশেরটা আর তার সামনেরটা আমাগে। বুইসো?