অশ্রুর জন্যে আবেদন

যখন আমি মরে যাবো আমার প্রাণহীন দেহকে যখন গ্রাস করবে ভৌত শক্তিরা মাটি,আগুন আর হাওয়া ধুলো হয়ে যখন আমি উড়ে যাবো গোধূলীর আকাশে তখন প্রিয়তমা, আমার জন্য কেঁদো,আমার জন্যে কেঁদোনা আমার হাসি,আমার ঠাট্টা-মশকরা আমার প্রাণোচ্ছল গান,কবিতার লহরী আমার ছন্দে গন্ধে তোমার জীবনে আমার নদীর ঢেউয়ে ভাসা জলপদ্ম তোমায় আর কখনো দেয়া হবেনা আমার অভাবে তোমার … Read more