বিচার চাইনা স্যার

আপনাদের এই আলোঝলমলে রাষ্ট্রের বুক থেকে
বিশ্বাস করেন, কখনো হারায়ে যাবার ষড়যন্ত্র করিনাই
কখনো চালিনি আমি হত্যা হবার কূটচাল
অথবা পাতিনি পথে ধর্ষণ হবার কোন ছক
বিশ্বাস করেন স্যার-এমন কূচক্রী কোন লোক আমি নই

জানি আমি খুব ভালো করে-
এখন এসব হলে আমাদের বড় ক্ষতি হবে
দেশের, জাতির, সমাজের উন্নয়নের পথে পড়ে যাবে বাধা
আমিও তো জানি স্যার, এখন হঠাৎ মরে গেলে-
কতো কসরৎ করে আমাকে সমাধি দিতে হবে-
দিস্তার পর দিস্তা খবরের কাগজ মুড়ে ঢেকে দিতে হবে সেই শব
বিশাল বুলডোজার চালিয়ে ভাঙ্গতে হবে আমার স্মৃতির চিলেকোঠা
কতোনা সময় জুড়ে স্লোগানে-স্টিমরোলারে সমান করতে হবে মাটি
কতোনা খরচে সেই মাটিতে বসাতে হবে ভিত্তিপাথর
অতঃপর আরো কতো বিজ্ঞাপন-বুদ্ধিপণ সেরে
আবার নতুন করে হাততালি দেবে জনগণ!

হয়তো আমিও দেবো স্যার-
জমিনের তলাথেকে ধড় বের করে-আমিও তুমুল দেবো তালি!
আপনার চকচকে ইমারত দেখে-আমারও ধাঁধায় চোখ খুব।

তবু স্যার, এতোটা স্বার্থপর নই-
মরে গিয়ে আপনারে বিব্রত করবোনা-কিরা!
চোখের সামনে এতো আলোরং দেখিনি জীবনে,
এতোসব দেখেশুনে এতোদিন খেয়েপরে আছি-
সবই স্যার আপনার দান-ই,
বিচার চাইতে গেলে এসব আটকে যাবে জানি-
তাইতো সটান বেঁচে আছি,

আর যদি হুট করে খুন হয়ে যাই মনভুলে-
আজই বলে রাখি-
এই রাষ্ট্রের প্রতি নেই আমার কোন খেদ নেই-
আমার খুন হবার বিচার চাইনা আমি স্যার!
কোন মৃত্যুর আমি বিচার চাইনি কোনদিনও।

–অনুপম দেবাশীষ রায়
বৃত্তবাড়ী, শুভ্রচিঠি
৪ জানুয়ারী, ২০১৮

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.