The Politics behind the Primary Public Examination in Bangladesh (Bangla)

“What is happen to disobey law?”- এই প্রশ্নে এইবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে লাখ লাখ শিক্ষার্থী। কিন্তু কেনো আমরা এই শিশুদের দিয়ে পাবলিক পরীক্ষা দেয়াচ্ছি? শুধুই মান যাচাই-নাকি কোন উন্নয়নের রাজনীতি আছে এর পেছনে? সেই গল্প নিয়ে আজকের চরমচিত্র।

মেরিল পেট্রোলিয়াম জেলি ঠোটে লাগানোর অভিজ্ঞতা নিয়ে ইন্টার পাশ ছেলেপেলেরা মেরিন ইঞ্জিনিয়ারিং আর পেট্রোলিয়াম এন্ড মাইনিং এর মাঝে একটি বিষয় বেছে নিচ্ছে। আর্টস কমার্সের মানে বোঝার আগেই একটি কিশোর জানতে পারছে যে সে একই সাথে পদার্থবিজ্ঞান আর অর্থনীতিতে আগ্রহী হতে পারবে না-কিন্তু সেখানেই বাচ্চাদের ভাগভাগ করার কাজে আমাদের সরকার থেমে থাকবে না- ক্লাস ফাইভের বাচ্চাদেরও এ বি সি গ্রেডে বিভাজন করে ফেলতে আমাদের রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা।
কিন্তু সত্যিকারে এই পরীক্ষাটি পুষে রাখা হয়েছে কেবলমাত্র বাচ্চাদের হতাশা আর দূঃখকে পুঁজি করে বিশাল বিশাল প্রাথমিক শিক্ষা সমাপনের পাশের হার দেখিয়ে বিদেশী দাতাদের থেকে অনুদান আর ঋণ নিয়ে আসার জন্যে। সেই স্বার্থেই লাখ লাখ শিশুকিশোরকে কয়েকদিন আগে “Why did the intellectuals kill?” এর মতন প্রশ্নের উত্তর দিতে হয়েছে!

পুনশ্চঃ ভারত, পাকিস্তান আর শ্রীলংকায় প্রথম পাবলিক পরীক্ষা ক্লাস এইটেও না–ক্লাস টেনে!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.