হাটবাজারের মাঝে বাস-
বিক্রি চলছে রোজ-চলছে খরিদ কতোকিছু
তোমারও দারুণ লাগে; তুমি বলো কি নিখুঁত সব-
আর আমি কেবলই খুঁত ধরি-
কখনো নিজের দায়ে-কখনো রাগাবো বলে তোকে-
তুমিওতো রেগে যাও-রেগে চিৎকার করে ওঠো
রাগো-মুক্তবাজার এতোদিনে বুঝিনিতো দেখে
আমার দারুণ লাগে-চেয়ে তুমি কি নিখুঁত দেখি-
কপালে ভাঁজের স্রোত, কন্ঠে তীক্ষ্ণতার তীরে
রেগে টকটকে হও তুমি-
রেগে টকটকে হলে পরে-তোরে বড়ো টুকটুকে লাগে
ইদানিং বড়ো দৌড় চলে-
ব্যস্ত হয়েছে হাট-সারাদিন বেচাকেনা চলে
নিজেরে বেচার দায়ে দোকানে দোকানে ঘুরে মরি
আর তুমি বাজার দাপাও-
সময় কিনবে বলে-সময় বিকিয়ে চলো রোজ-
কান্তি শরীরে ভাঙ্গে-কালো রাগে মাথা কেঁপে ওঠে
টুকুটুকে মেয়েটার গায়ে-কতোনা বেদনা ঘর করে-
আমারওতো রাগ লাগে, ভাবি বেঁচে দেই সবকিছু
যা আছে আমার বেঁচে তোরে কিনে দেই কিছু রাত
বেঁচার নেইতো কিছু-যা ছিলো তা বেচে বেঁচে আছি-
শুধু ভালোবাসা আছে-তোর দেয়া-সবচেয়ে দামি-
হে হাটবাজার তুমি একদলা ভালোবাসা নেবে?
বিনিময়ে রাত দিও-একটা তারায় ভরা রাত-
সেরাতে নাহয় আমি না পেলাম ভালোবাসা কোন
টুকটুকে কন্যাটি পাক তবু একটু বিরাম-
টুকুটাক কথা হবে-হুটহাট গড়িয়ে হঠাৎ-
তুমুল তর্ক হবে-তর্ক শিখরে গিয়ে এক-
ঊর্ব্বশী টকটকে হবে বাজারের কথা বলে-
মুক্তবাজার নিয়ে যাবে যতো প্রেম আমার ছিলো
তার বিনিময়ে আমি দেখবো দুচোখ ভরে তারে-
রেগে টকটকে হলে পরে-তারে বড়ো টুকটুকে লাগে-
(হাটবাজারের কাব্য)
রসলিন, ভার্জিনিয়া
৪ এপ্রিল, ২০১৭
This is just too fucking awesome.I am literally speechless.haven’t read something like this in a quiet a while now
Thank you so much Ahona. Your compliments give me inspiration.
This is just so fucking awesome. I am dumbfounded.
Ooops.i commented twice..cant delete it..
*thrice
Sorry
হে হাটবাজার তুমি একদলা ভালোবাসা নেবে?
বিনিময়ে রাত দিও-একটা তারায় ভরা রাত-
সেরাতে নাহয় আমি না পেলাম ভালোবাসা কোন
টুকটুকে কন্যাটি পাক তবু একটু বিরাম-
…………….সর্বস্ব বিলিয়ে প্রিয়জনকে খুশি করাটাও আনন্দের। ভালো লাগলো বেশ
Thanks for your compliment.