আমরা ভীষণ সুখেই আছি হীরক রাজার দেশে,
সর্বকালের শ্রেষ্ঠ রাজা— মানছে সবাই হেসে।
বাঁচতে হলে জানতে হবে রাজার কত শান,
রাজার পায়ে হাজার প্রজা হাজির করে জান।
আসেন যদি অন্য রাজা, রাজ্যে হবে কী যে;
ভাবতে গেলে অশ্রু আসে, শ্মশ্রু ওঠে ভিজে।
www.amianupam.com
আমরা ভীষণ সুখেই আছি হীরক রাজার দেশে,
সর্বকালের শ্রেষ্ঠ রাজা— মানছে সবাই হেসে।
বাঁচতে হলে জানতে হবে রাজার কত শান,
রাজার পায়ে হাজার প্রজা হাজির করে জান।
আসেন যদি অন্য রাজা, রাজ্যে হবে কী যে;
ভাবতে গেলে অশ্রু আসে, শ্মশ্রু ওঠে ভিজে।