রূপান্তর

রূপান্তর ভোরবেলা দুঃস্বপ্নের ঘুম ভেঙ্গে উঠে অরুণিমা আবিস্কার করল সে মিসেস চক্রবর্তীতে রূপান্তরিত হয়েছে। তার সমগ্র শরীর গোখরো সাপের মতন করে পেচিয়ে রেখেছে লাল বেনারসি, লোহার হাতকড়ার মতন শাঁখা তার কব্জি চেপে ধরেছে আর গলায় ফাঁসির দড়ির মতন ঝুলছে একটা মঙ্গলসূত্র। মাথার নিচের শিমুল তুলোর বালিশ রক্তে মাখামাখি হয়ে আছে। রক্ত তার কপাল থেকে ফিনকি … Read more