মর্মসংস্থানের অভাব

আচ্ছা বুঝলাম তোমার প্রেমিক সিটে
ভ্যাকেন্সি নাই আমার জন্য,
ওই বিষয়ে আর কথা না বাড়াই

তোমার রুমমেটের প্রাইভেট মাস্টার লাগবেনা?
কোন সাবজেক্টে জানি পড়ে?
একটু মনে করায়ে দাও।
কাজ আছে।

তোমার বাসায় কি পেপার রাখে?
পেপারওয়ালা কোন সমিতির, বলো?
দুধ রাখে? দুধওয়ালা লাগবে?
তোমার বাসার আশেপাশে খামার করার
জায়গা কই আছে?

মাছ-মাংস, তরিতরকারির বাজার যেটায় যাও,
সেটা কি কাঁচাবাজার, নাকি পাকা?
পাকা হইলে ক্যাশিয়ার লাগবে?
কাঁচা হইলে মাছের টুকরি বসানোর জায়গা আছে?

তুমি কি বাসা থেকে বের হয়ে রিকশায় ওঠো?
তোমার এলাকায় রিকশা চালাতে কি
আবাসিক সমিতির পারমিশন লাগে?
ওই এলাকায় একটা রিকশা ভাড়া নিতে
কতো লাগতে পারে?
লুংগি পরা দস্তুর, নাকি জিন্স পরলে চলবে?

কোন বাসে ওঠো তুমি? কোন লাইনের?
সেটার ড্রাইভার হইতে কি
মালিক সমিতিকে তেল মারা লাগে?
নাকি ওই বাসটার মালিককে তেল মারলেই হয়?
ড্রাইভারকে তেল মেরে কি হেল্পার হওয়া যায়?

আর কে কে তোমাকে প্রতিদিন দেখতে পায়?
আই মিন, আর কার কার সাথে দেখা হয়?

আর কোন কারণ নাই, কোন কাজে কাস্টমার বেশি
সেটাই যাচাই করতেসি আরকি।

আসলে দেশের লক্ষ লক্ষ বিরহী বেকার যুবকের
মর্মসংস্থান…আই মিন, কর্মস্থানের প্রয়োজন তো,
তাইতেই এইসব জানতে চাচ্ছি, আর কিছু না।

আর ধরো সেই এক লক্ষের আমিও একজন
আমাকে তোমার লক্ষ্য করার দরকার নাই
আমি শুধু একজন নিয়মিত কাস্টমার পেলেই খুশি
কি কিনবা তুমি, বলো? যা লাগবে, জোগাড় করে দিবো

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.