ধরেন আপনার কম্পিউটার নরমালি অন হবার কথা, কিন্তু আজকে অন হচ্ছেনা। আপনি রেগে গিয়ে কম্পিউটারটাকে কষে গালি দিবেন, কম্পিউটার বিক্রেতা বা প্রস্তুতকারকের সমালোচনা করবেন, মেরামত যে করে তারও সমালোচনা করবেন। মেজাজ বেশি খারাপ হলে কষে সিপিইউতে একটা লাথিও হয়তো দেবেন।
কিন্তু যদি কম্পিউটার ঠিকমতন অন হয়, তখন কি আপনি তাকে ধন্যবাদ দেন আলাদা করে? থ্যাংকস টু পিসি লিখে স্ট্যাটাস দেন?
কেন দেন না? আপনার দেখি ধান্দা খারাপ। আপনি শুধু খারাপটার সমালোচনা করেন, ভালোটা দেখেননা। বড়োই একচোখা সমালোচক আপনি।
দ্রুত গতিতে আপনার সমালোচনা হালাল করেন। ট্যাপ থেকে পানি পড়লে পাইপকে ধন্যবাদ দেন, পানির বোতল হাত থেকে ছেড়ে দিলে যদি নিচে পড়ে তাহলে অভিকর্ষকে ধন্যবাদ দেন। ধন্যবাদ দিতেই থাকেন। সেকেন্ডে বারশো কোটিবার ধন্যবাদ দিতে থাকেন।
আর দিনশেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, “কে ডিএসএ? হুম? কে ডিএসএ?”