(ডাউনলোড লিংকের জন্যে নিচে স্ক্রল করুন)
বাংলাদেশের মাদকযুদ্ধ একটা নির্বাচনী প্রচারণার উপকরণ। বিশ্বব্যাপী মাদকযুদ্ধের একটি মাদকতাময় জনপ্রিয়তা রয়েছে। ফিলিপিনসে এতো রক্তক্ষয়ের পরেও এই যুদ্ধ তুমুল জনপ্রিয়। বাংলাদেশের জনগনের কাছেও এই যুদ্ধ কিছুমাত্র কম জনপ্রিয় নয়। সেই জনপ্রিয়তাটিকে কাজে লাগিয়েই আওয়ামী লীগ নির্বাচনী বৈতরনী পার হতে চাইছে। কিছু কিছু ক্ষেত্রে তারা মাদকযুদ্ধের নামে বিরোধীদল ও স্বদলীয় রাজনৈতিক প্রতিপক্ষকেও দমন করছে।
মাদকযুদ্ধের মূল উদ্দেশ্য হলো এশিয়ার নতুন জনপ্রিয় স্বৈরাচার হিসেবে বর্তমান সরকারের উত্থান। এই মডেলে বাজার থাকবে মুক্ত, কিন্তু জনসমাজ থাকবে রুদ্ধ। এতোটাই রুদ্ধ থাকবে যে চোখের সামনে অবিচার ঘটে গেলেও তারা বিচার চাইতে পারবে না, আন্দোলন করতে পারবে না। একইসাথে জনগণও চুপ করে থাকবে উপচে পড়া প্রবৃদ্ধির উদ্বৃত্ব চেটে খাবার জন্যে। সব মিলিয়ে এই মাদকযুদ্ধ আমাদের নিয়ে যাচ্ছে স্বৈরাচারী শাসন আর জনমানসে রাষ্ট্র অস্তিত্ববাদের চরমতম পর্যায়ে।