মহাকাশে পতাকা ছুঁড়ে মারলো বাংলাদেশ!

ক্ষমতাসীন দলের উদ্যোগে এই পতাকাটি স্থাপন করা হয় থ্যালেস এলেনিয়া কম্পানির তৈরি করা স্যাটেলাইটের মাথায় এবং ছুঁড়ে মারা হয় স্পেসএক্স কম্পানির তত্ত্বাবধানে। সম্পূর্ণ প্রকল্পে বাংলাদেশ ছিলো দারুণ উদ্যমী এক স্পন্সর। ঠিক যেমন মিডলাইফ ক্রাইসিসে ভোগা কোটিপতিরা স্ট্যাটাস সিম্বল হিসেবে ল্যাম্বরগিনি গাড়ি কেনে-ঠিক তেমনি আমরা দুইটি  ব্র্যান্ডের কম্পানির কাছে থেকে স্যাটেলাইট কিনে এনেছি। পৃথিবীকে দেখিয়ে দিয়েছি … Read more