বোবাসন্ধ্যার ছড়া
এরপর কোনো এক বোবাসন্ধ্যায় কবিতারা মরে গেলো কাতারে কাতার দেশের দেয়ালে উঠে গেলো কাঁটাতার মানুষে মানুষে গড়ে বিভেদ দেয়াল কবিতারা মরে গেলো চাপাকান্নায় বিক্ষোভ হেরে গেলো কান্নায় ত্রাসে সংগ্রাম হেরে গেলো দীর্ঘশ্বাসে নদীর দুকূল জুড়ে উঠলো দালান মানুষ লুকালো সব মুরগীর খোপে জাতীয়তা মিলে গেলো একুশটা তোপে স্লোগান মিলিয়ে গেলো কলের আওয়াজে শহীদেরা স্যুট পরে … Read more